টাঙ্গাইলে বিদেশ ফেরত নিঃস্ব এক ব্যক্তির পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে ব্র্যাক।
বাসাইল উপজেলার কলিয়া গ্রামের ফেরত অভিবাসী ইসলাম মিয়াকে ব্র্যাকের পক্ষ থেকে ব্যবসা পরিচালনা করার লক্ষ্যে দুই লাখ তিন হাজার দুইশ’ টাকার চেক এবং সংসারের প্রয়োজনীয় খরচের জন্য আরও নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সদর উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ হাসান বিন আলীর হাত থেকে এই আর্থিক সহায়তার চেক ও টাকা গ্রহণ করেন ইসলাম মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার অভিবাসীদের এই পুনর্বাসন কার্যক্রমের জন্য ব্র্যাকের উদ্যোগের প্রশংসা করেন।
এ সময় ব্র্যাক জেলা সমন্বয়ক সরকার হাসান ওয়াইজসহ সংশ্লিষ্ট কর্মসূচির কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইসলাম মিয়া রুমানিয়া থেকে নিঃস্ব হয়ে সম্প্রতি দেশে ফেরত আসেন। পরে মাইগ্রেশন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হন এবং ব্র্যাক থেকে ব্যবসা পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন।
ইসলাম মিয়া একটি মোবাইল ফোনের শো-রুম নিয়েছেন এবং উল্লেখিত টাকা দিয়ে দোকানের মালামাল ক্রয় করবেন।
ইসলাম মিয়া বলেন, ‘আমি দিশেহারা ছিলাম, কিন্তু একমাত্র ব্র্যাক মাইগ্রেন প্রোগ্রাম আমার পাশে দাঁড়িয়ে আমাকে সহযোগিতা করেছে। আমি ব্র্যাকের প্রতি কৃতজ্ঞ।’