
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলেন,জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)সমর কুমার পাল। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন শাখার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ নাভিদ শাফিউল্লাহ'র এক আদেশে তাঁকে ওই প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন সমর কুমার পাল।
মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ- সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটির বিশৃঙ্খল পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্য সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না বলে এই সংগঠনের সাধারণ সদস্যরা অভিযোগ করেছেন। বর্তমানে এই প্রতিষ্ঠানে কোনো পরিচালনা পর্ষদ নেই। ফলে প্রতিষ্ঠানের কোনো কার্যক্রমও নেই। তাই ধারাবাহিক কার্যক্রম বজায় রাখা এবং ব্যবসা-বাণিজ্যে চলমান অস্থিরতা দূর করতে বাণিজ্য সংগঠন আইন ২০২২–এর ১৭ ধারা অনুসারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)কে এই প্রতিষ্ঠানের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।
আগামী ১২০ দিনের মধ্যে প্রশাসক একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, সুনামগঞ্জের ব্যবসায়ীদের এই সংগঠনে দীর্ঘদিন থেকে সভাপতি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল হুদা চপল। এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্টও ছিলেন চপল। হাসিনা সরকার গদিচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় আসামী হওয়ায় আত্মগোপনে রয়েছেন তিনি।