
মোঃ আরিফুল ইসলাম,
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
"এসো দেশ বদলাই, পৃথিবীকে বদলাই" প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে পালিত হচ্ছে 'তারুণ্য উৎসব-২০২৫'। সেই তারুণ্য উৎসবে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে চারুকাজে সজ্জিত করলো নিজ বিদ্যালয়। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইন্দারজানী পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আল্পনা এঁকে সজ্জিত করলো নিজ বিদ্যালয়। তারুণ্য উৎসব ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে সামনে রেখে গত কয়েকদিনে বিদ্যালয়ের গার্ল গাইডের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে তাদের বিদ্যালয়কে সাজিয়ে তুলেছে।
এই কাজে বিদ্যালয়ের গার্ল গাইডের রিয়া, লামিয়া, নিসা, শারমিন, আইরিন, আদিবা, সাদিয়া, ফাহমিদা মিম, নুসরাত, সিমলা সহ অনেকেই অংশ নেয়। চারুকাজে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, আমরা নিজেদের বিদ্যালয় নিজেরা সাজিয়েছি। এতে আমাদের কষ্ট হলেও আমরা কষ্ট মনে করছি না। বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা আমাদের সহযোগিতা করেছে। এজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।এই কাজে অংশ নিতে পেরে আমরা সবাই খুশি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীরা নিজ উদ্যোগে বিদ্যালয় সাজানোর কাজটি করেছে। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের এই চারুকাজে আমরাও আনন্দিত এবং সার্বিকভাবে ওদের সকলের মঙ্গল কামনা করছি।