কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে লাল জুলাইয়ের কবিতা শিরোনাম দিয়ে আগামী ২৩ আগস্ট শুক্রবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ আবৃত্তিশিল্পীবৃন্দের ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করবে ঢাকা ও ঢাকার বাইরের বেশ কয়েকটি সাংস্কৃতিক দল ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। আয়োজনে দেড় শতাধিক আবৃত্তিশিল্পী, কবি ও সঙ্গীতশিল্পী অংশ নেবেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটানা দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যখন ছাত্র জনতা এক হয়ে রাজপথে নামে, তখন ক্ষমতাসীনদের নির্মম বুলেটের আঘাতে শহীদ হয় শিক্ষার্থী সহ সাধারণ জনতা। এই গণঅভ্যুত্থানে দেশের আপামর জনতা এক হয়েছিল স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে। মাঠের কৃষক, ঢাকার রিকশাওয়ালা, জেলে, মজুর, শিক্ষক, বুদ্ধিজীবী, কবি এমনকি সরকারি কেরানিও। কবি-শিল্পীরা তাদের কলম দিয়ে উচ্চারণ করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী শব্দমালা। কবিতায় তুলে ধরেছে লাল জুলাইয়ের রক্তাক্ত চিত্র।