
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুরে শেরপুর মুসলিম যুব সংঘের উদ্যোগে ঐ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রত্যেক পরিবারের মাঝে ৫ কেজি করে চাল প্রদান করা হয়।
বিতরণকালে সংগঠনের সভাপতি মো জাহাঙ্গীর খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: জাবেদ আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অলিউর রহমান, ইউপি সদস্য মোঃ রাজন মিয়া, সংগঠনের অর্থ সম্পাদক মোঃ রাসেল আহমদ সহ অনেকেই।
সংগঠনের সভাপতি মো জাহাঙ্গীর খান বলেন- শেরপুর মুসলিম যুব সংঘ একটি সামাজিক সংগঠন। এটি একটি ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে এই সংগঠনের প্রত্যেকে স্বেচ্ছায় মানবিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এই ধারাবাহিকতায় আজকে বন্যার্ত সাড়ে ৪ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন- আশাবাদী প্রতিটি দুর্যোগ কালীন মুহূর্তে এই সংগঠনের প্রত্যেকে স্বেচ্ছায় মানুষের কল্যাণে তথাপি সমাজের কল্যাণে সার্বিক সহযোগিতা প্রদান করবে। ঈদের পর থেকে আকস্মিক বন্যা সৃষ্টি হওয়ায় শেরপুর অঞ্চলের বেশিরভাগ খেটে-খাওয়া মানুষ মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে এই বন্যা দীর্ঘমেয়াদি বন্যায় রূপ ধারণ করেছে। এতে করে এই অঞ্চলের অসহায় হতদরিদ্র বন্যা কবলিত অনেকেই বিপাকে পড়েছেন। এদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাই।
#আলোকিত সকাল/ মোঃ ফাহাদ আহমদ