
ফয়সাল আহমেদ, রাজবাড়ী। রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক।গ্রেফতারকৃতরা হলেন মেহেরপুর জেলার গাংনি থানার সাহারবাটি গ্রামের মৃত সামসু উদ্দিনের ছেলে মোঃ সামাদুল ইসলাম ও একই এলাকার আব্দুল কদ্দুসের মেয়ে কনিকা সুলতানা।গতকাল সন্ধ্যায় এসআই (নি.) ফারুক হোসেন বিপিএম সংগীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের ওই চেকপোস্টে ঢাকাগামী একটি বাস তল্লাশি করা হয়। সন্দেহভাজন দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে, তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের কে আটক করেন।এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান,উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।