
ফয়সাল আহমেদ রাজবাড়ী।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনায় নতুন এই কমিটিতে ৫১ সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
এই কমিটির আহ্বায়ক মো. আব্দুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান।
নবগঠিত এই কমিটিতে দৌলতদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও রাজবাড়ী জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ পালকে জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক করায় জেলা সেচ্ছাসেবক দলের নতুনএ কমিটিকে শুভেচ্ছা কৃতজ্ঞতা জানিয়েছেন শহিদ পাল।
মঙ্গলবার ১৮ই মার্চ সন্ধায় দৌলতদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের অস্থায়ী কার্যালয়ে শহিদ পালকে মিষ্টি মুখ ও ফুলের জানান সেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা।