
জাহিদ হাসান মুক্তার, পাকুন্দিয়া প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে শাকিল মিয়া (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। (১৫ ফেব্রুয়ারি) শনিবার বেলা ১২টার দিকে পৌরসদরের হাপানিয়া এলাকায় পলিগ্যান পাবলিক স্কুলের পার্শ্ববর্তী একটি বহুতল ভবনে এ ঘটনা ঘটে। নিহত শাকিল মিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের গাংধোয়ারচর গ্রামের শরীফ মিয়ার ছেলে। স্থানীয় সুত্রে জানা গেছে, পৌরসদরের হাপানিয়া এলাকায় একটি বহুতল ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করছিল শাকিল। এ সময় অসাবধানতাবশত স্পর্শ লাগে ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুৎ লাইনে । এতে বিদ্যুৎস্পৃষ্ট হন শাকিল। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষণা করেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।