
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত জৈনপুরী দরবার শরীফের পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসীর সাথে সাক্ষাৎ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মূলত তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনায় একটি ধর্মীয় ওয়াজ মাহফিলে আমন্ত্রণ জানাতেই এ সাক্ষাৎ বলে জানা গেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের পাঠানটুলি এলাকায় আব্বাসী মঞ্জিলে পৌঁছান হাসনাত আব্দুল্লাহ। তাঁর আগমনের খবরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডিএইচ বাবুলসহ অনেকে সেখানে উপস্থিত হন।
ডিএইচ বাবুল জানান, হাসনাত আব্দুল্লাহ মূলত ড. এনায়েত উল্লাহ আব্বাসীকে তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিতব্য একটি ধর্মীয় ওয়াজ মাহফিলে অংশগ্রহণের আমন্ত্রণ জানাতে এসেছিলেন। তবে এ সময় তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও খোঁজখবর নেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
ডিএইচ বাবুল বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ সাহেব আব্বাসী হুজুরকে ওয়াজ মাহফিলে আমন্ত্রণ জানানোর জন্য এসেছিলেন। তবে সেখানে উপস্থিত হয়ে তিনি আমাদের সঙ্গেও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আমরা তাকে এলাকার নানা সমস্যা সম্পর্কে অবহিত করি, বিশেষ করে চুরি, ছিনতাই ও মাদকের ব্যাপকতা নিয়ে। তিনি আমাদের সমস্যাগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে কথা বলবেন বলে আশ্বাস দেন।’
উল্লেখ্য, ড. এনায়েত উল্লাহ আব্বাসী দেশের একজন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলোচক, যিনি দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা ও গবেষণায় কাজ করে যাচ্ছেন।