এম এম ইউসুফ আলী
নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি
বিদায় শব্দটি সব সময় বেদনার হলেও কখনো সেটা আনন্দময় ও চিরস্মরণীয় হয়ে থাকে। তেমনটি হয়েছিল কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের পানকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেদায়েতুন নাহার এর ক্ষেত্রে। তাঁর অবসর জনিত বিদায় উপলক্ষে সহকর্মী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এক রাজকীয় বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়।
লাল গালিছা বিছিয়ে ফুল ছিটিয়ে ফুলের মালা ফরিয়ে ঘোড়ার গাড়ি সাজিয়ে এই প্রধান শিক্ষিকাকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গত ১২ ই নভেম্বর মঙ্গলবার দুপুরে বিদ্যালয় এর সাবেক সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেন সেলিমের সঞ্চালনায় তার এ রাজকীয় সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউ আর সি শাহাদাত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হুসাইন আহমেদ, মাস্টার নিজাম উদ্দিন,মোহেব্বুল্লাহ, আব্দুল ওহাব বিদ্যালয় এর শিক্ষক শিক্ষিকা, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক বিন্দু সহ সামাজিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
বিদায়ী প্রধান শিক্ষিকা হেদায়েতুন নাহার বলেন বিদায় অনেক কষ্টের হলেও আমার কোমলমতি ছাত্র-ছাত্রী ও সহকর্মীদের থেকে এমন রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়ে আমি আনন্দিত ও মুগ্ধ হয়েছি। আমি যদিও বিদায় নিচ্ছি তবে বিদ্যালয় এর যেকোনো প্রয়োজনে অতীতের ন্যায় ভবিষ্যতেও পাশে থাকবো।