ইটিই ক্রিয়েশনের ব্যানারে আসছে নতুন গান 'জানি ভালোবাসা ভুল'। গানটির গীতিকার ও সুরকার গায়ক অপু নিজেই। মিউজিক ও মিক্স মাস্টারে ছিলেন সিকদার আকাশ।
গায়ক অপু বলেন, গানটি যাপিত জীবনের প্রেম-বিরহ নিয়ে। আশাকরি শ্রোতাদের ভালো লাগবে।
সিকদার আকাশ বলেন, অপু তার অন্যান্য গানের মতোই ভালো গেয়েছে। অপুর গায়কীতে শ্রোতারা মুগ্ধ হবে-এটাই প্রত্যাশা করছি।