নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগরে শান্তি-শৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। সোমবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীসহ যৌথ উদ্যোগে বাজার মনিটরিং করা হয়। দ্রব্যমূল্য বৃদ্ধিতে অসাধু ব্যবসায়ীরা যেন সুযোগ নিতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়।
এসময় মধ্যনগর বাজার, সংখ্যালঘুদের উপসনালয় পরিদর্শন করেন তারা।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হুমায়ুন আহমেদ।
মধ্যনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, সরকার পতনের পর সারাদেশেই আইন-শৃঙ্খলার অবনতি হয়েছিল।কর্মবিরতি শেষে পুলিশ আবার কর্মস্থলে যোগদান করেছে। ফলে মধ্যনগরে এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান রয়েছে।