গোলাম রাব্বি, লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোরের লালপুরে সড়ক ও ফুটপাতে অবৈধ মাছের বাজার বসিয়ে ব্যবসা পরিচালনা করার দায়ে ৫ মাছ ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা ও ১৮ কেজি ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ নভেম্বর) বেলা ১২ টার দিকে লালপুর বাসস্টান্ডে এঅভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। পরে জব্দকৃত মাছ স্থানীয় দুই এতিমখানায় দিয়ে দেওয়া হয়।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর লালপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধিনায়ক আল- মাসুদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী হাসান জানান, লালপুর বাজারের প্রবেশমুখে ফুটপাতের ওপর মাছের বাজার বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। অভিযান চালিয়ে ৫ মাছ ব্যবসায়ীকে টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।