আবুল আতা মামুন স্টাফ রিপোর্টার: গত ১৮/০৯/২০২৪ খ্রিঃ তারিখ রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায় কারিতাস আলোকিত শিশু প্রকল্প গাবতলী ডিআইসি তে স্থানীয় দাতাদের নিয়ে একটি সভা করা হয়।
উক্ত সভায় আলোকিত শিশু প্রকল্পের কর্মসূচী কর্মকর্তা (ইসিডি) মি. অসীম ক্রুশ, ফিল্ড অফিসার দেবব্রত মজুমদার, বাংলাদেশ মানবাধিকার কমিশন দারুসসালাম থানা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান বাপ্পি, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক রাবেয়া সুলতানা, নিউজ প্রেজেন্টার, মেডিসিন ডক্টর ডা. মোঃ ইয়াসিন, সমাজ সেবা অফিস গাবতলী হাব এর আউটরিচ ফ্যাসিলেটর মাকসুদা আক্তার সহ ব্র্যাক, নগর স্বাস্থ্য, রাড্ডা, এন্ডিবাস, এড্রা বাংলাদেশ, ইউসেফ থেকে আগত প্রতিনিধি এবং শিক্ষক-শিক্ষিকা, সমাজ সেবক সহ প্রকল্পর অন্যান্য কর্মীসহ মোট ৩০ জন উপস্থিত ছিলেন। কর্মসূচী কর্মকর্তা (ইসিডি) শিশুদের জন্য তাদের কোনো নতুন পরিকল্পনা/চাহিদার কথা জানতে চাইলে উপস্থিত সকলে নতুন প্রকল্প প্রস্তাবনায় নাইট শেল্টার যুক্ত করার দাবি জানান। এছাড়াও সমাজ সেবা অফিস থেকে আগত প্রতিনিধি আলোকিত শিশু প্রকল্পের ৫ জন শিশুকে সুরক্ষা ভাতা প্রদানের আশ্বাস দেন।