
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে জি আর মামলায় এজাহারভুক্ত দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নাটোর শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বকুল চন্দ্র ঘোস (৪৫) এবং রতন চন্দ্র ঘোস (৪২)।
গ্রেপ্তারকৃত আসামী বকুল চন্দ্র ঘোস নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ী গ্রামের মৃত গোপাল চন্দ্র ঘোসের ছেলে এবং রতন চন্দ্র ঘোস একই গ্রামের নিপেন চন্দ্র ঘোসের ছেলে। গুরুদাসপুর থানার জিআর মামলার পলাতক আসামী ছিলেন তারা। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিআর মামলার দীর্ঘদিন পলাতক দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ধৃত ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।