
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি রামদা, ১টি, ছুরি ও একটি কালো রঙের ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ২টি আগ্নেয়াস্ত্র ( পিস্তল) ও ১ টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। তবে এব্যাপরে কাউকে সনাক্ত বা গ্রেফতার করা যাযনি।
বুধবার দিবাগত রাত ১:২০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বেঙ্গল ৩০ এর অধিনায়ক লে: কর্ণেল মাসুদ এর নেতৃত্বে গঙ্গাচড়া মডেল থানা পুলিশসহ উপজেলার সদর ইউনিয়নের মৌলভীবাজার আরাজি নিয়ামত এলাকায় জৈনিক খয়বার রহমানের বাঁশঝাড়ে পাকা রাস্তা সংলগ্ন পাকা কবর স্থানের ভেতর থেকে এসব পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।
এব্যাপারে ওসি আল ইমরান জানান উদ্ধার কৃত অস্ত্র সমুহ জব্দ করে জিডি মূলে গঙ্গাচড়া মডেল থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।