শাকিল প্রধান,ষ্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া দক্ষিণপাড়ায় এক জেলের নেট জালে আটকা পড়েছে বিশাল আকৃতির এক অজগর সাপ। সাপটি দেখতে উৎসুক জনতার ভিড় বাড়ছে।
বুধবার সকাল ভোরে পুরান বাউশিয়া গ্রামের দক্ষিণ পাড়া মিয়াজী বাড়ির পিছনে পরিত্যাক্ত ডোবায় নেট জালে বিশাল এক অজগর সাপ আটকায়। প্রাথমিক ভাবে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় সাহসিকতার সাথে সাপটি বস্তাবন্দী করা হয়।বন বিভাগে যোগাযোগ করা হলে তারা দুপুর নাগাদ আসবে বলেছেন।
এইসব দেখার জন্য গজারিয়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে লোকজন ছুটে এসেছে এদিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই বড় অজগর সাপ খবরে ছড়িয়ে পড়েছে।