
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টঃ কর্মবিরতি শেষে কাজে যোগদান দেওয়া ফুলেল শুভেচ্ছায় ভাসছেন মুরাদনগর থানা প্রশাসন।
সোমবার (১২ আগষ্ট) মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর সহ থানা প্রশাসনের সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ বিষয়ে মুরাদনগর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন,
মানুষের সেবা করাটাই হলো পুলিশের মূল উদ্দেশ্য। পুলিশ জনগণের সেবা করার জন্য তার কর্মস্থলে যোগদান করেছেন। এজন্য সর্বস্তরের জনসাধারণ ও ছাত্র সমাজের পক্ষ থেকে পুলিশকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেছেন। সবার এই সার্বিক সহযোগিতা ও আন্তরিকতায় আমি মুগ্ধ । জয় হোক মানব সভ্যতার।
উল্লেখ্য, ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে দেশে অরাজক পরিস্থিতির মধ্যে অনেক পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য নিহত হন। আহত হন কয়েক হাজার সদস্য। এ ছাড়া দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। এর পরিপ্রেক্ষিতে দেশের বেশির ভাগ থানার পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা কর্মবিরতিতে চলে যান।