সুজানগর
ঢাকাস্হ সুজানগর উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১২ নভেম্বর ন্যাশনাল লাইব্রেরি ও আরকাইভস অডিটোরিয়াম ভবন, আগারগাঁও তে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। এর পর সভাপতির স্বাগত বক্তব্যে বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এসময় হাফিজুর রহমানের সঞ্চালনায় সেখ আহমাদ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন ঢাকা,সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ অধ্যাপক কে.এম আমিনুল হক। বিশেষ অতিথি থেকে থেকে বক্তব্য রাখেন ঢাকাস্হ সুজানগর উপজেলা ছাত্র কল্যাণ পরিষেদর প্রধান উপদেষ্টা দবির উদ্দিন তুষার, উপদেষ্টা আবুল কালাম আজাদ টিটু, উপদেষ্টা মো: মালেক রেজা মানিক, উপদেষ্টা মো: আব্দুল মালেক মানিক। এসময় আরো উপস্হিতি ছিলেন,হাজারী জাকিয়া হুমায়রা( তমা) বাংলাদেশ সুপ্রীম কোর্ট, কেন্দ্রীয় ছাত্রনেতা মো: মাসুম বিল্লাহ,রফিকুল ইসলাম সহ উক্ত সংগঠনের সাবেক, বর্তমান নেত্ববৃন্দ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে অংশগ্রহণকারী ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা ২০০৮ প্রতিষ্টা হওয়ার পর থেকে এখন পর্যন্ত সংগঠনের কার্যক্রম নিয়ে হতাশা ব্যক্ত করেন। শিক্ষার্থীরা প্রত্যাশা করেন ঢাকাস্থ সুজানগর উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ ভবিষ্যতে যেন ছাত্রবান্ধব হয় এবং শুধুমাত্র বাৎসরিক ইফতার মাহফিল ও পিকনিকের মধ্যে সংগঠনের কার্যক্রমকে সীমাবদ্ধ না রেখে ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করে। সংগঠনকে গতিশীল করতে তারা বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং তারা আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যৎ তাদেরকেই যেনো দায়িত্ব দেওয়া হয় যারা সংগঠনকে ছাত্রবান্ধবরূপে গড়ে তুলবে। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে ভবিষ্যতে সংগঠকে তাদের সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে উপদেষ্টা মণ্ডলী তাদের বক্ত্যব্যে বলেন আশ্বাস প্রদান করেন যে তারা খুব দ্রুত সময়ের মধ্যেই সর্বজনগ্রহনযোগ্য একটি কমিটি ঘোষনা করবেন। এরপরে প্রধান অথিতির দিক নির্দেশনামূলক এবং জ্ঞ্যানগর্ভ বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলন সমাপ্ত করা হয়।
উলেখ্য, উক্ত সংগঠনের সভাপতি মো:ইব্রাহিম হোসেন অসুস্থ থাকায় তার অনুমতিতে সভাপতিত্ব করেন সেখ আহমাদ উল্লাহ