সাদিয়াত হোসেন: (কালিহাতী)
টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১২ আগস্ট) উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভার সভাপতিত্বে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বেনজীর আহমেদ টিটু।
সভার শুরুতেই বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া শেষে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনা করা হয়।
এরপর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বেনজীর আহমেদ টিটু বক্তব্যে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ঐতিহাসিক বিজয়ে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। জুলুমবাজ স্বৈরাচারী আ.লীগ সরকারের পতন হয়েছে। এ আন্দোলনে আবু সাইদ, মুগ্ধসহ যারা শহিদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
তিনি বলেন, বিএনপির অভিভাবক দেশনায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন কেউ কারও প্রতি প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ণ হবেন না। যদি কেউ এমন কাজে জড়িত হন তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন সুন্দর একটি দেশ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিকে সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, শামীম আল মামুন,সহ সাধারণ সম্পাদক জসিম খান,কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইন্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, সহ-সভাপতি হারুন অর রসিদ, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ প্রমুখ। এ ছাড়াও সভায় কালিহাতী উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।