
মোহাম্মদ আবদুর রহিম, কুমিল্লা দক্ষিণঃ
কুমিল্লার লাকসাম ও লালমাই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬জন শিক্ষার্থীকে নগদ অর্থ দিয়ে সহযোগীতা করেছেন সিএমসি অ্যালমনাই রোটারিই ক্লাব, সন্ধানি সিএমসি ও ভাব সহ তিনটি সংগঠন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) লালমাই উপজেলার হরিশ্চর স্কুল এন্ড কলেজের হল রুমে আয়োজিত অনুষ্ঠানের মূল বিষয় নিয়ে বক্তব্য রাখেন এনাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোতাহের হোসেন জুয়েল।
অতিথি ছিলেন, লালমাই উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ, হরিশ্চর স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ইলিয়াস কাঞ্চন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাব বাংলাদেশ এর কান্টি ডিরেক্টর হাসান সবিই নায়ক, সন্ধানি সিএমসি এর সাধারণ সম্পাদক মোহাইমিনুজ্জামান।
এসময় প্রফেসর ডাঃ মোতাহের হোসেন জুয়েল বলেন, প্রথমে আমি ধন্যবাদ জানাই আজকের দুইজন বিজ্ঞ অতিথিকে যে আমাদের ছোট্ট প্রোগ্রামটিতে সময় দেওয়ার জন্য।
যখন আমাদের বাংলাদেশে একটি বয়াবহ বন্যা হয় তখন চিটাগাং মেডিকেল কলেজের ছাত্র যারা বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন তারা একটি ফান্ড তৈরি করেন কিভাবে আমরা বাংলাদেশের গরীব ছাত্রদেরকে আমরা সহযোগিতা করতে পারি। এবং ওনারা সেখানে যারা চিকিৎসক আছে তাদের কাছে থেকে ৩৫ হাজার ইউএস ডলার সংগ্রহ করেন এই টাকা তারা তিনটি ভাগ করেন তার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য এক অংশ। এবং এক তৃতীয়াংশ তারা খরচ করবেন তাদের পূর্ণবাসনের জন্য এবং আপনারা জানেন সন্ধানী হচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পড়া লেখার পাশা পাশি তারা স্বেচ্ছায় রক্তদান সহ নানা স্বেচ্ছাসেবী কাজ করে থাকে।
মেডিকেল ছাত্ররা ভাবলো বাকী যে টাকা রয়েছে সে টাকা তারা কি করবে তখন তারা ভাবল একমাত্র সন্ধানী স্বেচ্ছাসেবী সংগঠনকে দায়িত্বটা দেওয়া যায় এবং তাদের সাথে আলাপ করে দায়িত্ব দেওয়া হলো আর আপনারা জানেন এই টাকাটা বাহিরের টাকা সে জন্য সরকারি প্রসেসগুলো ভেব করেছে।
এছাড়াও লালমাই উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ বলেন, আপনাদের সবাই ধন্যবাদ জানাই বিশেষ করে বলন্টিয়ার এসোসিয়েশন এর মধ্যে সুনাম ধন্য একটি সংগঠন তারা যে লালমাই কাজ করছে সে জন্য কৃতজ্ঞতা জানাই।
এসময় ছাত্রদের উজ্জীবিত করতে তিনি বলেন, আমি আপনাদের সকলের মাঝে প্রত্যেককে হাসনাত, আসিফ হিসেবে দেখতে চাই।