
অমর একুশে বইমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে সোহেল আর রানার নতুন উপন্যাস ‘মেঘমন্দ্রস্বর’। এটি তার ২য় বই। বইটির প্রচ্ছদ ভাবনায় ছিলেন ফারিদা মারিয়াম। এবং প্রচ্ছদ করেছেন শেখ সামিউল।
বইটি প্রকাশ করছে দাঁড়িকমা প্রকাশন। বইটি রকমারি ডটকমসহ দাঁড়িকমা প্রকাশন এর স্টলে পাওয়া যাবে।
নতুন বই সম্পর্কে সোহেল আর রানা জানান, শুরুতে ফেসবুকে লিখতাম। লিখতে লিখতে মানুষের এতো ভালোবাসা, স্নেহ ও প্রসংসা পেয়েছি। একসময় মনে হলো, সেই দায়বদ্ধতা থেকে বই লেখা দরকার।
সোহেল আর রানা আরও জানান, আমি আড়ালে থাকতেই বেশি পছন্দ করি। আমি চাই আড়াল থেকেই আমার লেখা অক্ষর ছড়িয়ে পড়ুক।
‘মেঘমন্দ্রস্বর’ সোহেল আর রানার দ্বিতীয় উপন্যাস। লেখকের প্রথম উপন্যাস ছিল ‘মায়াবর্তিকা’। ২০২২ সালে মায়াবর্তিকা প্রকাশ হলে পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। নতুন উপন্যাস নিয়েও আশাবাদী এই তরুণ লেখক।