সকেল হোসেন, স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে ইউএনও পরিচয়ে টাকা দাবি করেছে একটি প্রতারক চক্র। পরে উপজেলা বাসীকে সচেতন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম।
সূত্রে জানা গেছে, শনিবার বিকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানশাহ হোসেনের মোবাইল ফোনে উপজেলা নির্বাহী অফিসারের সরকারি অফিসিয়াল নম্বর থেকে একটি কল আসে। অপর প্রান্ত থেকে ইউএনও পরিচয় দিয়ে তাকে উপজেলার খাদ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য চাওয়া হয়। এর মধ্যে টিআর, কাবিখা প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের বাস্তব অবস্থা সম্পর্কে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয় অপর প্রাপ্ত থেকে। এক পর্র্যায়ে উপজেলা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বর তার থেকে চেয়ে নেওয়া হয়। পরে ঘন্টা খানেক পর অনলাইনে জেলা খাদ্য অধিদপ্তরের একটি পেইজে ০১৭৯১-০৬৫৭৫৬ টি থেকে প্রতারণা করে টাকা পয়সাসহ বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে বলা হয়। এর পর বিষয়টি খাদ্য নিয়ন্ত্রকের সন্দেহ হলে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলমের সাথে যোগাযোগ করলে ফোন নম্বর ক্লোন করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত হন উভয়েই।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানশাহ হোসেন বলেন, শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের সরকারি অফিসিয়াল নম্বর থেকে একটি কল আসে। ইউএনও স্যারের কণ্ঠ হুবহু নকল করে আমার সাথে কথা বলে বিভিন্ন চাওয়া হয়। পরে খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বর চাইলে ইউএনও মনে করেই নম্বরটি দেই। পরে অনলাইনের মাধ্যমে জানতে পারি এটা প্রতারক চক্রের কাজ।
উপজেলা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ইউএনও স্যারের নম্বর থেকে কল করে বিভিন্ন মিল মালিকের নম্বর চাওয়া হয়। মিল মালিকদের সাথে কথা বলে টাকাসহ বিভিন্ন তথ্য চান। পরে উপজেলা নির্বাহী অফিসারের নম্বরে কল করলে সরাসরি ইউএনও স্যার রিসিভ করলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হন তারা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল ক্লোন হওয়া বিষয়টি আমরা জেনেছি। ইতোমধ্যে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, ‘এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোন চক্র যাতে প্রতারণা না করতে পারে, সে ব্যাপারে সবাইকে কঠোরভাবে বার্তা দেওয়া হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপজেলাবাসীকে সচেতন করে পোষ্ট করা হয়েছে। এখন পর্যন্ত প্রতারক বা প্রতারক চক্রের কোন পরিচয় পাওয়া যায়নি’।