
সকেল হোসেন, স্টাফ রির্পোটারঃ
জয়পুরহাটের আক্কেলপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাস চালকের জরিমানা করার প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে বাস দিয়ে পথ অবরোধ করে ধর্মঘটের ডাক দিয়েছিল মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এসময় উপজেলা প্রশাসন ও বাস শ্রমিকদের মধ্যে ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ১জন করে মোট ২ জন আহত হয়। পরে আক্কেলপুর থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
রোববার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদের সামনের পথ অবরোধ করে দাড়িয়ে আছে অনেকগুলো বাস। এতে বন্ধ হয়ে যায় উভয় পাশের যানবাহন চলাচল। অবরোধের মধ্যে আটকা পরে ভ্যানে থাকা এক রোগী। এসময় বাসের শ্রমিকরা উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে তাদের হেনস্তা করার অভিযোগ করেন।
সমস্যা সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসার তাদের মধ্যে কয়েকজন প্রতিনিধিকে তার অফিসে আসার জন্য এক আনসার সদস্যের মাধ্যমে ডেকে পাঠান। তবে বাস শ্রমিকা অফিসে যেতে অস্বীকৃতি জানিয়ে দেন। এর পরেই ইউএনও এসে বাস সরিয়ে নেওয়ার জন্য ড্রাইভারদের বলেন। ড্রাইভাররা বাস না সরালে কথাবার্তার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এতে উভয় পক্ষের একজন করে মোট ২ জন আহত হয়। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ১ ঘন্টা ধরে পথ অবরোধ থাকার পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পথ অবরোধ করে অবস্থান করা ড্রাইভারদের সাথে কথা বলে জানা গেছে, বিগত কয়েকদিন ধরে সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছিলেন ইউএনও। এসময় তাদের কয়েকজন ড্রাইভারকে জরিমানার পাশাপাশি লাঞ্চিত করার অভিযোগ করেন। তারা আরো জানান, রোববার তাদের আরেক ড্রাইভার আনিছুর রহমানকে ধরে নিয়ে আসেন ইউএনও।
ড্রাইভার আনিছুর রহমান বলেন, উপজেলা নির্বাহী অফিসার আমার গাড়ি থামিয়ে কাগজপত্র আছে কিনা জানতে চান। এ সময় আমি গাড়ির কাগজ দেখাতে পারিনি। তখন ইউএনও স্যার আমার এক হাজার টাকা জরিমানা করে। সেই টাকা তাৎক্ষনিক পরিশোধ করতে না পারায় আমাকে অফিসে নিয়ে আসে। তবে আমার সাথে কেউ কোন খারাপ আচরণ করেননি।
স্থানীয় ব্যবসায়ী শাহীন বলেন, রাস্তায় যানযট নিরসনের জন্য ইউএনও বাসের ড্রাইভারকে জরিমানা করে। এর প্রতিবাদে বাসের শ্রমিকরা পথ অবরোধ করে। পথ অবরোধ করে তারা জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করেছে। তারা এই কাজ মোটেও ঠিক করেনি।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, আক্কেলপুর বাজারে প্রায়ই উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাস শ্রমিকদের তাঁর আনসার সদস্যদের মাধ্যমে হেনস্তা করতেন। রোববারও তিনি ভ্রাম্যমান আদালতে এক চালককের জরিমানা করায় শ্রমিকরা তাঁর উপর ক্ষিপ্ত হয়ে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ শুরু করে বাস ধর্মঘটের ডাক দেয়। পরে সন্ধ্যা ৭ টার দিকে জনসাধারণের দূর্ভোগের কথা চিন্তা করে তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রশাসনের সাথে বসে বিষয়টি সমাধান করা হবে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শ্রমিকদের শান্ত করা হয়েছে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার অংশ হিসেবে রোববার একটি বাসের কাগজপত্র যাচাই করা হয়। এসময় কাগজ দেখাতে না পারায় ওই ড্রাইভারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এই ঘটনার প্রতিবাদে বাস শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে পথ অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য তাদের নিকট আসলে আমাদের এক সহকর্মী আহত হয়। তিনি আরো বলেন, ড্রাইভিং লাইসেন্স নাই ,রুট পারমিট নাই , যত্রতত্র বাস থামিয়ে জনদূর্ভোগ ঘটানোর পরেও তারা শুধু অনিয়মকে প্রতিষ্ঠিত করার জন্য অসাধু কারো ইন্ধোনে এই কাজ করেছে।